বালুরঘাট, ১২ জানুয়ারিঃ বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হল দুই শিশু। রবিবার ঘটনাটি ঘটে বালুরঘাটের হলদি ডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, জঙ্গলের পাশে রাখা ছিল বোমাটি। বল ভেবে খেলতে গিয়ে বোমাটি ফেটে যায়। এতে গুরুতর আহত হয় দুই শিশু। তাদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি করা হয়। বোমাটি সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
বাগ্রাকোট চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘ
বাগ্রাকোট: এবার আর চা বাগানের সেচ নালা নয়। খোদ বাগানের সিনিয়ার সহকারি ম্যানেজারের বাংলো চত্বরের বিশাল এক বাহারি ফুল গাছের...
Read more