শিবশঙ্কর সূত্রধর, কোচবিহার: করোনায় সংক্রামিত মাথাভাঙ্গার এক বৃদ্ধের বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়। তার ১২ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার আরও এক করোনা সংক্রামিত বৃদ্ধের মৃত্যু হল। জলিল মিয়াঁ (৬২) নামে ওই বৃদ্ধ কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারির বাসিন্দা ছিলেন। শিলিগুড়ির ডিসান হাসপাতালে ওই দুজনের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে যিনি মারা গিয়েছিলেন তিনি জেলার মাথাভাঙ্গা মহকুমার নয়ারহাটের বাসিন্দা নিতাইচন্দ্র সাহা (৮৬)। গত ৭ অগাস্ট বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার সকালে ঘুঘুমারির বাসিন্দা যিনি মারা গিয়েছেন তিনি গত ১১ অগাস্ট সেখানে ভর্তি হন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁর মরদেহ শেষকৃত্যের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
কোচবিহার জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিদিনই জেলার বেশকিছু মানুষের পজিটিভ ধরা পড়ছে। এই পরিস্থিতিতে নতুন করে মৃত্যুর ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জেলায় ১৩৪৭ জনের করোনা পজিটিভ এসেছে। তার মধ্যে ১০৮১ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে জেলায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৬৬ জন।