বর্ধমান, ১ জানুয়ারিঃ বছরের প্রথম দিনে পিকনিক সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জোড়বাঁধ এলাকায়। আহত হয়েছেন বাইকে সওয়ার অপর একজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের নাম দুখিচাঁদ সিং(২৮) ও সুমন দাস (২৫)। আহত পবিত্র ধারা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মৃত এবং আহতরা সকলেই জামালপুরের দ্বীপেরমানা গ্রামের বাসিন্দা। ঘটনার তদন্ত করছে জামালপুর থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তিন বন্ধু জামালপুরের জ্যোৎশ্রীরাম পঞ্চায়েত এলাকায় দামোদরের বেগোহানার চরে পিকনিক করতে গিয়েছিলেন। পিকনিক সেরে বাইকে করে তিনি বন্ধু বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জোড়বাঁধ এলাকায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ছিটকে পড়েন বাইকে সওয়ার তিনজন। দুর্ঘটনাস্থলেই বাইক চালক দুখিচাঁদ সিংয়ের মৃত্যু হয়। আহত অবস্থায় পবিত্র ও সুমনকে হাসপাতাল নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত বলে ঘোষণা করেন। এদিন দুর্ঘটনার জেরে মেমারি তারকেশ্বর রোডে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাইকটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।