হাসিমারা: হাসিমারায় পৃথক তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার রাতে ৩১ সি জাতীয় সড়কের বানিয়াঝোরা সেতুর ডাইভারসন সংলগ্ন এলাকায় অসমগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে অপর একটি ট্রাক। ঘটনায় পেছনের ট্রাকের চালক ও খালাসি গুরুতর জখম হন। খবর পেয়ে হাসিমারা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে কালচিনির লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চালক ও খালাসি বিহারের বাসিন্দা। দেহ দুটি কালচিনি থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।
অন্যদিকে, ওই দুর্ঘটনার কিছুক্ষণ পর ৩১ সি জাতীয় সড়কে গোরুর খাবার বোঝাই অসমগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উলটে যায়। দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর জখম হন। জখম অবস্থায় চালককে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল রাতেই ভুটানগামী ১০ নম্বর এশিয়ান হাইওয়েতে একটি ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। ঘটনায় ছোট ট্রাক চালক জখম হন। জখম অবস্থায় তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্ৰস্ত গাড়িগুলিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।