কলকাতা: মায়াপুরে ছাড়ি গঙ্গার জলে ডুবে মৃত্যু হল এক যুবক ও এক মহিলার। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মায়াপুরের গঙ্গানগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মলয় সাহা ওরফে বিশ্বরূপ(২১) তাঁর বাড়ি শক্তিনগরের বৈকুণ্ঠ সড়কে। তিনি মায়াপুর হাসপাতাল পাড়ায় মামার বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে। মৃত মহিলার নাম লীলা অবতার দাস(৩৫)। তিনি চায়নার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাড়ি গঙ্গায় জেলেদের একটি ছোট নৌকায় উঠেছিল ওই দু’জন। কোনও কারণে নৌকায় জল ঢুকে যাওয়ায় সেটি ডুবে যায়। এই খবর জানাজানি হতেই খোঁজাখুঁজি শুরু হয়। রাতেই জল থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা হয় ওই মহিলাকে। এরপর দুজনকেই স্থানীয় প্রাথমিক মায়াপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।
আরও পড়ুন : অন্য রাজ্যে বিজেপির জয় দেখে বড়োসড়ো দাবি শুভেন্দু অধিকারীর