মেটেলি: মেটেলি ব্লকের চাপরামারী জঙ্গল সংলগ্ন চালসা চা বাগানে হাতির তাণ্ডব অব্যাহত। সোমবার গভীর রাতে বাগানের কোঠি লাইনে হামলা চালিয়ে দিলীপ লামা ও পাসাং লামার রান্নাঘর গুঁড়িয়ে দেয় একটি হাতি। ঘরে মজুত খাদ্যদ্রব্য সহ আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত করে হাতিটি। প্রায় দেড়ঘণ্টা পর বাগানে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে হাতিটিকে ফের জঙ্গলে পাঠায়। যাবতীয় ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। উল্লেখ্য, ৪ ডিসেম্বর দিনভর ওই চা বাগানে দাপিয়ে বেড়ায় একটি বুনো হাতি। বাগানে লাগাতার হাতির হানা হচ্ছে। রাতে বাগানে বনকর্মীদের টহলদারি দাবি করেছেন বাসিন্দারা। বন দপ্তরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন : আলাদা রাজ্যের দাবিতে ময়নাগুড়িতে রেল অবরোধ