বীরপাড়া: ট্রাক ও ছোটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুজন। বুধবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার(Alipurduar) জেলার বীরপাড়ায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম শ্যামহরি দত্ত সিং ও পরেজ সুন্দোয়ার। ছোটোগাড়িটি পানিপথ থেকে মণিপুর যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ট্রাকটি। একটি স্কুটিকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটির সামনে গিয়ে পড়ে ছোটোগাড়িটি। মুখোমুখি সংঘর্ষে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ছোটোগাড়িটি। ওই গাড়িতে থাকা দুই যুবক আহত হন। তাদের বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করানো হয়। ছোটো গাড়িটি পুলিশ আটক করলেও ট্রাকটি নিয়ে চম্পট দেয় চালক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আহতদের অভিযোগ, রাত ন’টার পর থেকেই এশিয়ান হাইওয়ে বেপরোয়াভাবে চলতে থাকে যানবাহন। যানবাহনের গতিও প্রায়ই ওই রাস্তায় সীমা লঙ্ঘন করে। এছাড়া ওভারটেক করার সময় অনেক সময়ই ট্রাফিক আইন মানেন না চালকরা। ফলে এশিয়ান হাইওয়ে দুর্ঘটনা ঘটেই চলেছে। বীরপাড়া থানার পুলিশ জানিয়েছে, বিধি ভেঙে চলা যানবাহনের বিরুদ্ধে প্রায়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তবে দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সচেতন হতে হবে