শামুকতলা, ১০ মার্চঃ ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার চেপানিহল্ট ও চেপানি চৌপথির মাঝে ৩১ সি জাতীয় সড়কে। মৃতদের নাম ঝন্টু দেবনাথ (৫২) ও উজ্জ্বল দেবনাথ (৩৬)। জানা গিয়েছে, সোমবার রাতে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। সেই সময় একটি ট্রাক দুজনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঝন্টু দেবনাথের। গুরুতর জখম অবস্থায় উজ্জ্বল দেবনাথকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। শামুকতলা রোড আউটপোস্টের ওসি জাকির হোসেন জানান, ট্রাক সহ চালককে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
‘পাঠান’ ছবির সাফল্য উদযাপন করল ‘আমূল’
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৬ দিনে ৬০০ কোটি! তিনি যে সত্যিই বলিউডের ‘বাদশা’ তা আবারও প্রমাণ দিলেন। শাহরুখের ম্যাজিক যে...
Read more