শ্রীনগর: ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শ্রীনগরের শহরতলি এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে দু’টি সংঘর্ষে খতম হয়েছে এক লস্কর কমান্ডার সহ দুই জঙ্গি। অন্যদিকে, আর্নিয়ায় আন্তর্জাতিক সীমান্ত পেরোতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী।
জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, শ্রীনগরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে লস্কর কমান্ডার সেলিম প্যারে। সে বান্দিপোরার হাজিনের বাসিন্দা। আধ ঘণ্টা পরেই ফের সংঘর্ষ শুরু হয় শালিমার বাগেরই গাসু এলাকায়। সেখানে খতম হয়েছে পাক জঙ্গি হাফিজ ওরফে হামজা। অন্যদিকে, জম্মুর আর্নিয়া সেক্টরে এক পাক অনুপ্রবেশকারী গুলিতে নিহত হয়েছে বলে খবর।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial