বীরপাড়া: ফের আলিপুরদুয়ার জেলার বীরপাড়া হাসপাতালে করোনা সংক্রমণের অস্তিত্ব মিলল। রবিবার রাতে হাসপাতালের এক নার্স সহ দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানান হাসপাতালের সুপার বিদ্যুৎ ঘোষ।
এই নিয়ে বীরপাড়া হাসপাতালের এক চিকিৎসক সহ মোট পাঁচজনের শরীরে করোনা সংক্রমণ মিলল। হাসপাতালের সুপার জানান, গতকাল রাতে এক নার্স ও এক কর্মীর রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন দুজন রোগীর শরীরেও সংক্রমণ ধরা পড়েছে। হাসপাতালের সুপার বিদ্যুৎ ঘোষ বলেন, ‘আক্রান্তদের মধ্যে কাউকে কোভিড হাসপাতালে ও কাউকে সেফ হোমে পাঠানো হয়েছে।’