ডিজিটাল ডেস্কঃ একদিকে যখন রাজ্যে চলছে হাঁসখালি নিয়ে ব্যাপক চাপানউতোর, তখন আর একদিকে সরকারি হোম থেকে নিখোঁজ হয়ে গেল দুই কিশোরী। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। বুধবার সকালে অন্য আবাসিকদের সঙ্গে স্কুলে যায় পুস্পা সরকার ও লক্ষ্মী চক্রবর্তী নামে দুই কিশোরী। কিন্তু জানা যায়, স্কুল ছুটির পর বাকিরা ফিরলেও এই দুজন আর ফেরে না। হোম কর্তৃপক্ষ ইতিমধ্যেই উত্তরপাড়া রেলস্টেশন, ফেরিঘাটসহ বিভিন্ন জায়গায় খোঁজখবর চালাতে শুরু করেছে, কিন্তু কোথাও ২ কিশোরীর খোঁজ পাওয়া যায়নি। উত্তরপাড়া থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ আপাতত তদন্ত শুরু করেছে নিখোঁজের সন্ধানে।
আরও পড়ুনঃ রাজ্যপালের তলব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তীব্র চাঞ্চল্য