নাগরাকাটা: পরপর দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের, জখম হয়েছেন আরও দু’জন। প্রথম দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ নাগরাকাটার ধরণিপুর চা বাগান লাগোয়া ৩১ সি জাতীয় সড়কে। ঘটনায় জখম হন আনিস লোহার (১৫) নামে এক কিশোর। জানা গিয়েছে, রাস্তা পার হওয়ার সময় একটি ছোট গাড়ি সজোরে তাকে ধাক্কা মেরে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
অপর দুর্ঘটনাটিও ওই জাতীয় সড়কেই ঘটে। সুখানি বস্তি এলাকার জাতীয় সড়কের অংশে সামিরন নেছা নামে এক বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় বাইক ধাক্কা মারে তাঁকে। পুলিশ ওই বৃদ্ধা ও সেই সঙ্গে জখম বাইক চালককে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় বৃদ্ধার। জখম বাইকচালক প্রভাত রাইয়ের বাড়ি লুকসানে। তাঁকেও সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র রেফার করা হয়।