সিওল: মাঝআকাশে মুখোমুখি সংঘর্ষ দু’টি যুদ্ধবিমানের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই ঘটনায় চারজন পাইলটের মৃত্যুর খবর মিলেছে। শুক্রবার সকালে মাঝআকাশে দক্ষিণ কোরিয়ার বায়ুসেনার প্রশিক্ষক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়।
সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ার সাচেওন শহরের দক্ষিণ-পূর্বে কেটি-১ এয়ারক্রাফ্ট বেসের কাছেই মুখোমুখি সংঘর্ষ হয় ওই দু’টি বিমানের। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে দমকল বাহিনীর ৩০ জন কর্মী পৌঁছেছেন এবং উদ্ধারকাজ শুরু করা হয়েছে। তবে বায়ুসেনার তরফে প্রকাশিত বিবৃতিতে দুর্ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ৪৫