ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC) প্রধান সমস্যা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে দলের উচ্চ নেতৃত্বের তরফ থেকে বারংবার গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার আবেদন রাখা হয়। কিন্তু সেই আবেদন বৃথা। বার বার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে আসে। এবার তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হলেন খোদ তৃণমূলের বুথ সভাপতি সহ দুই কর্মী। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার মধুখালী ৭ নম্বর ঋষিপদ মোড়ে।
জানা গিয়েছে, ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইটখোলা অঞ্চলের মধুখালীতে রবিবার স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। আর সেই বৈঠকেই যোগ দিতে যাচ্ছিলেন তৃণমূল বুথ সভাপতি শাহ আলম। তাঁর সঙ্গে ছিলেন দুই তৃণমূল কর্মী আলম শেখ এবং তালেম লস্কর। এই তিনজনকে ক্যানিং থানার মধুখালী ৭ নম্বর ঋষিপদ মোড়ের কাছে আক্রমণ করা হয়। তিনজনকেই বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। আক্রান্তদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে যুব তৃণমূল কর্মীদের দিকে। আহত বুথ সভাপতি শাহ আলম সোজাসুজি যুব তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
একইসাথে যুব তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দার ও তাঁর লোকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ইটখোলা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তথা অঞ্চল তৃণমূল সভাপতি খতিব সর্দার। অন্যদিকে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই যুব তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দার কোন প্রতিক্রিয়া দেননি। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বকে তীব্র কটাক্ষ করেছেন জয়নগর বিজেপির সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার। পুলিশ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে শুরু করেছে তদন্ত। সামনে পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিঃসন্দেহে শাসকদলকে চরম অস্বস্তির মুখে ঠেলে দিল বলে মনে করা হচ্ছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : ত্রিপুরায় ৬০ আসনের ২২টিতে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের, নির্বাচনি প্রচারে যেতে পারেন মমতা