জামালদহ: অদম্য ইচ্ছেশক্তি, সঙ্গে শিবপ্রেম, এই দুইয়ের সম্মিলিত প্রয়াসে সাইকেল নিয়েই গত ৩ জুলাই কেদারনাথের উদ্দ্যেশ্যে পাড়ি জমিয়েছিল জামালদহের (Jamaldah) দুই যুবক। এক টানা ২৬ দিন সাইকেল চালিয়ে দেবভূমি কেদারনাথ দর্শন করে অবশেষে রবিবার ঘরে ফিরল সুমন চক্রবর্তী ও শুভঙ্কর সাহা। জামালদহের মাটিতে পা রাখতেই তাদের ভালোবাসায় উষ্ণ অভ্যর্থনায় ভাসিয়ে দিল জামালদহবাসী। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ দু’জন জামালদহে আসতেই স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ী সমিতির সদস্যরা বাসস্ট্যান্ডে দু’জনকেই সাদরে অভিবাদন জানায়। মালা পড়িয়ে বরণ করে নেওয়া হয় তাদের। এরপর জামালদহ বাজারে ব্যবসায়ী সমিতির তরফে তাদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। তাদের সাহসী মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।
অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রেহাই পেল পদাতিক এক্সপ্রেস
জামালদহ: অল্পের জন্য দুর্ঘটনা থেকে রেহাই পেল শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। ঘটনাস্থল মেখলিগঞ্জের(Mekhligonj) কাছে জামালদহ-গোপালপুর স্টেশন। রবিবার ওই স্টেশনে ঢোকার...
Read more