ম্যাঙ্গালুরু: কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়লেন কমপক্ষে ২০ জন কর্মী। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ম্যাঙ্গালুরু শহরে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ম্যাঙ্গালুরু শহরের একটি মাছ প্রক্রিয়াকরণ কারখানায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনার সময় সেখানে অন্তত ৮০ জন কর্মী উপস্থিত ছিলেন। বিষাক্ত গ্যাস নির্গত হয়ে কমপক্ষে ২০ জনের প্রবল শ্বাসকষ্টর সমস্যা হয়। এরপরই তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন : বিস্কুট কারখানা চালুর দাবিতে বিক্ষোভ