লখনউ, ১১ জানুয়ারিঃ বাস ও ট্রাকের সংঘর্ষে বাসে আগুন লেগে মৃত্যু হল ২০ জনের। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কনৌজে।
জানা গিয়েছে, গতকাল রাতে দোতলা বাসটি কনৌজ থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। সেই সময় জিটি রোডে বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। রাত হয়ে যাওয়ায় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। ফলে আগুন লাগার পর তা বুঝে উঠতে খানিকটা সময় লেগে যায়। বাসের মধ্যে থাকা কয়েকজন যাত্রী প্রাণ বাঁচাতে বাসের দরজা, জানালা দিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। দুর্ঘটনায় এখনও ২১ জন যাত্রীকে উদ্ধার করার খবর পাওয়া গিয়েছে। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করেন ‘মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
उत्तर प्रदेश के कन्नौज में हुए भीषण सड़क हादसे के बारे में जानकर अत्यंत दुख पहुंचा है। इस दुर्घटना में कई लोगों को अपनी जान गंवानी पड़ी है। मैं मृतकों के परिजनों के प्रति अपनी संवेदनाएं प्रकट करता हूं, साथ ही घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं।
— Narendra Modi (@narendramodi) January 11, 2020
দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলাশাসক ও অন্য আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবারপিছু দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদেরও পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনার তদন্ত চলছে।