জলপাইগুড়ি: তৃণমূলে যোগ দিচ্ছেন জলপাইগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিপিআইএম-র ২০ বছরের কাউন্সিলর প্রমোদ মণ্ডল। বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। সমস্ত কিছু ঠিক থাকলে আজই তিনি যোগদান করবেন বলে জানিয়েছেন। কিন্তু এত বছর বাম রাজনীতিতে থাকা প্রমোদ মণ্ডল পুরসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
যদিও এই বিষয়ে প্রমোদের বক্তব্য, যখন বাম শাসনে ছিল তখন থেকে আমি কাউন্সিলর। আবার বিরোধীরা ক্ষমতায় আসার পরেও আমি কাউন্সিলর। এবারও এই ওয়ার্ড থেকে দল আমাকেই প্রার্থী করতে চেয়েছে। কিন্তু প্রার্থী হচ্ছি এটা জানার পরেই এলাকার মানুষ এসে বলেছে বিরোধী দলে নয়, প্রার্থী হন শাসকদল থেকে। তবেই ওয়ার্ডের আরও উন্নয়ন সম্ভব। এলাকার বাসিন্দাদের কথা অনুসারে দল বদলের সিদ্ধান্ত।
সূত্রের খবর, অনেকদিন থেকেই প্রমোদবাবুর সঙ্গে দলের জেলা কমিটির মত বিরোধ শুরু হয়েছিল। এরপরে পুরসভা নির্বাচন নিয়ে বিরোধ আরও জোরাল হয়। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।