নয়াদিল্লিঃ এবার করোনা থাবা বসাল ভারতীয় নৌবাহিনীতেও। ২১ জন নৌসেনার শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। মুম্বইয়ের কোলাবায় নৌবাহিনীর হাসপাতাল আইএনএস অশ্বিনীতে আক্রান্ত নৌসেনাদের ভর্তি করা হয়েছে।
মুম্বইয়ের নৌসেনা ঘাঁটি আইএনএস অ্যাঙ্গরে-এ কাজ করেন তাঁরা। এই ঘাঁটি থেকে নৌসেনা ওয়েস্টার্ন কম্যান্ডের লজিস্টিকাল এবং প্রশাসনিক কাজকর্ম চলে। নৌসেনা সূত্রে জানা গিয়েছে, যে ২১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁদের মধ্যে ২০ জনের শরীরে করোনার কোনও উপসর্গই ধরা পড়েনি। কিন্তু, গত ৭ এপ্রিল তাঁদের মধ্যেই একজনের দেহে করোনা সংক্রমণের উপসর্গ ধরা পড়ে। এরপরই ওই ঘাঁটিতে থাকা বাকি ২০ জন নৌসেনার মেডিকেল টেস্ট করা হয়। রিপোর্টে প্রত্যেকেরই করোনা পজিটিভ আসে।
শনিবার সকালে এক বিবৃতিতে নৌসেনা জানিয়েছে, সংক্রমণের বিষয়টি সামনে আসার পরই আইএনএস অ্যাঙ্গরে-কে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছিলেন তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইএনএস অ্যাঙ্গরে থেকেই কয়েকশো মিটার দূরেই নৌবন্দরে নোঙর করা থাকে ওয়েস্টার্ন কম্যান্ডের যুদ্ধজাহাজ, সাবমেরিন। তবে সেগুলোতে সংক্রমণ ছড়ায়নি বলেই জানিয়েছে নৌসেনা। অন্যদিকে, ভারতীয় সেনায় ইতিমধ্যে ৮ জনের শরীরে করোনা মিলেছে। তাদের চিকিত্সা চলছে।
দেশে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। মৃত্যু বেড়ে হয়েছে ৪৮০। করোনা আক্রান্তের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ইতিমধ্যেই ৩৩২৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুর নিরিখেও গোটা দেশের মধ্যে এই রাজ্য শীর্ষে। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ২০১। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মুম্বইয়ের।