মুম্বই: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৫ জন পুলিশকর্মী। মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত সেখানে পুলিশকর্মীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩,০৩৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯,৬৮১ জন। মৃত্যু হয়েছে ২৪৫ জনের। অর্থাৎ, করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩,১০৭ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৫১,১৫৩। যার মধ্যে সুস্থ হয়েছেন ১০,৪৯,৯৪৭ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫,৭৫১। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২,৬৫,৪৫৫।
215 police personnel tested positive for #COVID19 in the last 24 hours, taking total cases to 23,033 in the force including 19,681 recoveries, 3,107 active cases and 245 deaths: Maharashtra Police pic.twitter.com/c6RwV7qaO2
— ANI (@ANI) September 29, 2020
দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১,৪৫,২৯১। যার মধ্যে সুস্থ হয়েছেন ৫১,০১,৩৯৭। মৃত্যু হয়েছে ৯৬,৩১৮ জনের। অর্থাৎ, দেশে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯,৪৭,৫৭৬।