নয়াদিল্লি: দিল্লির জাহাঙ্গিরপুরীর সংঘর্ষের ঘটনায় ২৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। গত শনিবার সন্ধ্যায় হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় জাহাঙ্গিরপুরী। ইট, পাথর ছোড়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। সংঘর্ষে আহত হন ন’জন। তাঁদের মধ্যে আটজন পুলিশকর্মী এবং একজন সাধারণ নাগরিক। এরপর থেকেই এলাকার পরিবেশ থমথমে। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ২৩ জন।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উত্তরপ্রদেশের বেশ কয়েকটি শহরে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, দিল্লি ও নয়ডার একাধিক এলাকায় রুট মার্চ করছে পুলিশ। ড্রোনের সাহায্যে চলছে নজরদারি।
আরও পড়ুনঃ বান্দিপোরায় নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার লস্কর জঙ্গি