ধূপগুড়ি: গৃহপ্রবেশ অনুষ্ঠানের খাবার খেয়ে ২৪ জন অসুস্থ হয়ে পড়লেন। শনিবার রাতে ধূপগুড়ি (Dhupguri) ব্লকের দক্ষিণঝাড় আলতা এলাকায় ঘটনাটি ঘটেছে। অসুস্থদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিমন্ত্রিতরা বলেন, শুক্রবার গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। সেখানে গ্রামের অনেকেই নিমন্ত্রণে যায়। শনিবার একে একে অনেকেই অসুস্থ হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দা লতা রায় বলেন, মাথা ও পেট ব্যাথা ছাড়াও পেট খারাপ হয়েছে। নিমন্ত্রণ খেয়ে ফেরার পর একই পরিবারে একাধিক ছাড়াও গ্রামজুড়ে একই সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। খাবারে কিছু পড়েছিল, সেই থেকেই এমন ঘটনা বলে দাবী করেছেন অসুস্থরা।
আরও পড়ুন: চায়ের রপ্তানি বাড়াতে নতুন বাজার খোঁজার পরামর্শ টি বোর্ডের