মালদা ব্যুরোঃ লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় সাধারণ মানুষের আনাগোনা বাড়ছে। সচেতনতা এড়িয়ে বিভিন্ন রাস্তার মোড়ে, বাসস্ট্যান্ডে লোকজন দেখা গিয়েছে অন্যদিনের মতোই। এমনই চিত্র ধরা পড়েছে মালদা জেলার বিভিন্ন এলাকায়। কিছু এলাকায় আবার মিড ডে মিল নিতে দেখা গিয়েছে স্কুল পড়ুয়াদের। যদিও রাস্তায় নেমে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। মঙ্গলবার রতুয়া-১ ব্লক ও পুলিশ প্রশাসন রাস্তায় নামে। এদিন রতুয়ার বাসস্ট্যান্ড, দেবীপুর, দুর্গাপুর, বালুপুর, সামসি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করে পুলিশ। রাস্তায় যানবাহন আটকে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়।
করোনা ঠেকাতে সোমবার থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারিভাবে ঘোষণা করা হয়েছে লকডাউন। শুধু শহরে নয়, গ্রামাঞ্চলে লকডাউনের নির্দেশিকা ঘোষণা করা হয়েছে। প্রশাসনের তরফে মাইকিং করে সাধারণ মানুষদের সচেতন থাকতে বলা হচ্ছে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে মানা করা হচ্ছে। প্রয়োজনীয় দোকানপাট ছাড়া নিষিদ্ধ করা হয়েছে গণপরিবহন।