অনলাইন ডেস্ক: আবারও কেঁপে উঠল মহারাষ্ট্র।
মঙ্গলবার বিকেলে মহারাষ্ট্রের আকোলা থেকে ১২৯ কিলোমিটার দক্ষিণে কম্পন অনুভূত হয়। বিকেল ৫টা ২৮ মিনিট এলাকায় কম্পন অনুভূত হয়েছে। রিখটর স্কেলে তীব্রতা ছিল ৩.৩। কম্পনের ফলে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। কম মাত্রার হলেও এলাকায় কম্পনের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
An earthquake of magnitude 3.3 on the Richter scale occurred 129 km South of Akola in Maharashtra at 17:28:07 IST: National Centre for Seismology
— ANI (@ANI) June 23, 2020
এর আগে ১৭ জুন মহারাষ্ট্রের মুম্বইয়ে ভূমিকম্প হয়। ওইদিন সকাল ১১.৫১ নাগাদ বাণিজ্যনগরী লাগোয়া এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটর স্কেলে তীব্রতা ছিল ২.৫। মুম্বই থেকে ১০৩ কিমি উত্তরে কম্পনের উৎসস্থল ছিল।
গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প হচ্ছে। দিল্লি, গুজরাত, কাশ্মীর, হরিয়ানা, আন্দামান, মিজোরাম, উত্তরাখন্ড, হিমাচলপ্রদেশ সহ দেশের নানা প্রান্তে ভূমিকম্প হয়েছে। কম্পনের মাত্রা কম থাকলেও একের পর এক কম্পন ভূবিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
তাঁদের মতে, একের পর এক স্বল্প মাত্রার কম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত নিয়ে আসছে। আইআইটি ধানবাদের সিসমোলজি বিভাগের জিওফিজিক্সের অধ্যাপক পিকে খান জানান, একের পর এক ছোট মাত্রার কম্পন থেকেই বড় ভূমিকম্পের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কেন্দ্রের সতর্ক হওয়া উচিত।