রাঁচি: নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডে। ১৬ জানুয়ারি, রবিবার রাঁচির কানহো এলাকায় ঘটনাটি ঘটেছে। ধর্ষণে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে রাঁচি পুলিশ। নির্যাতিতার পরিবারের তরফে এবিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
3 accused, involved in abduction & gang rape of a minor girl in Chanho area of rural Ranchi, arrested. They allegedly abducted her in a car on Jan 16, took her to a secluded place & raped her on knife point. Case registered.SIT constituted in the matter: Ranchi Police#Jharkhand pic.twitter.com/4z1cUVfmEC
— ANI (@ANI) January 17, 2022
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাঁচির কানহো এলাকা থেকে এক নাবালিকাকে অপহরণ করা হয়। গাড়িতে তুলে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় দুষ্কৃতীরা। সেখানে নাবালিকাকে ছুরি দিয়ে খুনের ভয় দেখিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গণধর্ষণে অভিযুক্ত ৩ জনকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের মামলা রুজু হয়েছে। রাঁচি পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য এসআইটি (সিট) গঠন করা হয়েছে।