হেমতাবাদ: বিয়ের দু’দিন পরই বধূর ওপর নির্যাতনের অভিযোগ। স্বামী সহ তিনজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম মেহেবুব আলম (২২), হাসিবুর আলি (৪৫) ও শেখবোর আলি (৭১)। বাড়ি হেমতাবাদ থানার বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামে।
চলতি মাসের ২০ তারিখ রায়গঞ্জ থানার নলপুকুর সংলগ্ন বুড়াকামাত গ্রামের বাবলি খাতুনের সঙ্গে বিয়ে হয় হেমতাবাদ থানার বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্ৰামের বাসিন্দা মেহেবুব আলমের। বিয়ের সময় এক লক্ষ টাকা নগদ দেওয়া হলেও আরও দুই লক্ষ টাকা দাবি করে ছেলের পরিবার। এ নিয়ে যাবতীয় অশান্তির সূত্রপাত। অভিযোগ, বিয়ের দিন মেয়ের পরিবার পরিজনদের সঙ্গে টাকার বিষয়ে খারাপ ব্যবহার করা হয়। এরপর থেকে অতিরিক্ত পণের দাবিতে বধূর ওপর মানসিক নির্যাতন শুরু হয়। বিষয়টি মেটাতে গত ২১ মে বাপেরবাড়ির লোকজন মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে আলোচনায় বসেন। মেয়েকে শ্বশুরবাড়িতে না পাঠানোর পাশাপাশি, পণ সহ বিয়ের খরচ নিয়ে ২ লক্ষ টাকা দাবি করা হয়। তবে সেই টাকা দিতে মানা করে দেন শ্বশুরবাড়ির লোকজন। এরপরই দু’পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। পরে বধূর বাবার অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার, জখম ছয়