ময়নাগুড়ি: বন্যপ্রাণী শিকারের পর বনবাংলোর কাছেই একটি বাড়িতে চলছিল মহাভোজের আয়োজন, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিল বন দপ্তর। বনকর্মীদের অভিযানে উদ্ধার হয়েছে জায়ান্ট স্ক্যুরেল ও ওয়াটার লিজার্ডের দেহাংশ ও কাঁচা মাংস। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বনদপ্তর। গরুমারা জঙ্গল লাগোয়া ময়নাগুড়ি ব্লকের কালীপুর বনবস্তির ঘটনা। গরুমারা সাউথের রেঞ্জার অয়ন চক্রবর্তী জানান, ধৃতদের নাম লব উড়িয়া (২৬), সুমিত উড়িয়া (২৪), পিন্টু কাওয়ার (২৫)। তবে মূল অভিযুক্ত সুভাষ উড়িয়া পলাতক। তার খোঁজ চলছে।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত এগারোটা নাগাদ কালীপুর বনবস্তির বাসিন্দা সুভাষ উড়িয়ার বাড়িতে ভোজের প্রস্তুতি চলছিল। সেই সময় শিকার করা প্রাণীগুলির দেহ থেকে চামড়া ছাড়ানোর কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের বুধুরাম বিটের বনকর্মীরা ওই বাড়িতে হাজির হন। বনকর্মীদের দেখেই ভোজের আয়োজকরা পালিয়ে যাওয়া চেষ্টা করে। তাদের মধ্যে একজন পালাতে সক্ষম হলেও বাকি তিনজনকে ধরে ফেলেন বনকর্মীরা। ধৃত তিনজনকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। মূল অভিযুক্ত সুভাষের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।