খড়িবাড়ি: লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ৩। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি পুলিশ। সেই অভিযানেই তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুনু দেবনাথ(২৮), সৌরভ কুমার সাবকোটা(৩৩), সুরজ দাহাল(৪২)। সুনুর বাড়ি পানিট্যাঙ্কির গৌড়সিং জোতে। বাকি দু’জন নেপালের নাগরিক। ধৃতদের কাছে থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার, নগদ ৫৫ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা দীর্ঘদিন থেকে পানিট্যাঙ্কি এলাকায় পুলিশের চোঁখে ধুলো দিয়ে মাদক কারবার করত। উদ্ধার হওয়া মাদক নেপালে পাচারের ছক কষছিল ধৃতরা। তদন্তের স্বার্থে আদালতের কাছে ধৃতদের পাঁচদিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
আরও পড়ুনঃ বার্ড টুরিজম ঘিরে স্বপ্ন দেখছেন উত্তরের পর্যটন ব্যবসায়ীরা