Breaking News: জঙ্গি হামলায় শহিদ অসম রাইফেলসের ৩ জওয়ান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: মণিপুরে জঙ্গি হামলায় অসম রাইফেলসের ৩ জওয়ান শহিদ হলেন।

মায়ানমারের সীমান্তবর্তী মণিপুরের চাঁদেল জেলায় সাজিক টম্পকে স্থানীয় গ্রুপ পিপলস লিবারেশন আর্মির জঙ্গিরা বৃহস্পতিবার সকালে অসম রাইফেলসের জওয়ানদের ওপর হামলা চালায়। এতে ৩ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জওয়ান। জঙ্গিরা প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায়। তারপর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়। এতেই ৩ জওয়ান নিহত হয়েছেন। 

- Advertisement -

বুধবার অসম রাইফেলসের এই ইউনিটটি চাঁদেল জেলার খংটলে আধিপত্যের স্থাপনের লক্ষ্যে টহল শুরু করেছিল। এই দলটি আজ ফিরছিল। সেইসময় জঙ্গিরা হঠাৎই তাঁদের ওপর আইইডি বিস্ফোরণ ঘটায়। এরপর তাঁরা জওয়ানদের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। জওয়ানরাও পালটা জবাব দেয়।

দু’পক্ষের তীব্র গুলির লড়াই চলে। এতেই ৩ জন জওয়ান প্রাণ হারান। আহত হন ৬ জন। আহতদের পশ্চিম ইম্ফল জেলার লেমাখংয়ের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষস্থলটি ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরে। ইতিমধ্যেই সেনা-জওয়ানদের বিশাল বাহিনী সেখানে পৌঁছেছে।