হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার সহ তিনজন আধিকারিক করোনায় আক্রান্ত। এদিকে ব্যাংক আধিকারিকরা করোনা পজিটিভ হলেও ব্যাংক খুলতেই অজস্র মানুষের ভিড় দেখা যায়। অনেকের মুখেই মাস্ক নেই। মানা হচ্ছে না শারীরিক দূরত্ববিধি। আধিকারিকের অভাবে বিঘ্নিত হয়েছে ব্যাংকিং পরিষেবা।
ব্যাংকের সার্ভিস ম্যানেজার সুভেন্দ্র সুববা জানান, আমাদের ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার সহ মোট তিন জন আধিকারিক করোনা আক্রান্ত। সীমিত সংখ্যক কর্মচারী দিয়ে ব্যাংক চালানো হচ্ছে। আমরা ব্যাংক স্যানিটাইজেশন করার জন্য স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও পদক্ষেপ দেখা যায়নি। ব্যাংকে ভিড় হচ্ছে। আমরা বারবার গ্রাহকদের শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন করছি।