শ্রীনগর: জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় বৃহস্পতিবার এক যুব নেতা সহ তিন বিজেপিকর্মী নিহত হলেন। এদিন জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার পুলিশ জানিয়েছেন, ওই তিন বিজেপিকর্মী গাড়ি করে যাওয়ার সময় ওয়াইকে পোরা এলাকায় জঙ্গিরা তাদের উপর হামলা চালায়। ওই তিনজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনায় ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি তীব্র নিন্দা প্রাকশের পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জেলা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এদিন রাত ৮ টা ২০ মিনিট নাগাদ কুলগাম জেলা পুলিশের কাছে খবর আসে ওয়াইকে পোরা গ্রামে তিন বিজেপিকর্মীর উপর জঙ্গি হামলা হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের বরিষ্ঠ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়।’
এদিনের জঙ্গি হামলার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওয়াইকে পরার বাসিন্দা জেলা বিজেপি সভাপতি গোলাম আহমেদ ইয়াতোর ছেলে ফিদা হুসায়েন ইয়াতো, সোপহাট দেবসরের বাসিন্দা আবদুল রসিদ বৈঈগের ছেলে উমার রসিদ বেঈগ ও ওয়াইকে পোরার বাসিন্দা মহম্মদ রামজানের ছেলে উমার রামজান হামজার মৃত্যু হয়েছে।
Terrible news from Kulgam district of South Kashmir. I unequivocally condemn the targeted killing of the 3 BJP workers in a terror attack. May Allah grant them place in Jannat & may their families find strength during this difficult time.
— Omar Abdullah (@OmarAbdullah) October 29, 2020
এদিকে এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, ন্যাশনাল কংগ্রেস নেতা ওমর আবদুল্লা। তিনি টুইট করে বলেছেন, ‘দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ভয়ঙ্কর ঘটনার কথা জানতে পারলাম। তিন বিজেপিকর্মীকে চিহ্নিত করে মারার ঘটনাকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাচ্ছি। এই কঠিন সময়ে আল্লাহ মৃতদের জাহান্নাতবাসী করুক এবং তাদের পরিবারকে ধৈর্য্য শক্তি বাড়িয়ে দিক।’
Saddened to hear about the killing of three BJP workers in Kulgam. Condolences to their families. At the end of the day, its people of J&K who pay with their lives because of GOI’s ill thought out policies.
— Mehbooba Mufti (@MehboobaMufti) October 29, 2020
ন্যাশনাল কংগ্রেস নেতা ওমর আবদুল্লা ছাড়াও ঘটনার তীব্র নিন্দা করেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি টুইট করে ঘটনার নিন্দা করেছেন। মেহবুবা মুফতি টুইটে লিখেছেন, ‘ হঠাৎ করে শুনালাম কুলগামে জঙ্গি হামলায় তিন বিজেপিকর্মীর মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। শেষে এটাই বলব যে, ভারত সরকারের ব্যর্থ পলিসির কারণে জম্মু-কাশ্মীরের মানুষের মৃত্যু হচ্ছে।’