গোপালপুর: নবনির্মিত মাছের ট্যাংক ধসে আহত হল তিন শিশু।ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েতের ছাট পখিহাগা এলাকায় এই। আহত তিন শিশু বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বাড়ির মালিক সিরাজউদ্দিন মিয়াঁ জানান, মাসখানেক আগে মাছের এই ট্যাঙ্কটি তৈরি হয়। মঙ্গলবার ট্যাংকে জল দেওয়ার পরই ট্যাংকটি ধসে পড়ে। ওই তিন শিশু ট্যাংকের পাশে থাকায় আহত হয় তারা। এরপর পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে।
মিড-ডে মিলের মান যাচাই
তুফানগঞ্জ: মিড-ডে মিলের মান খতিয়ে দেখতে রাজ্যে পরিদর্শনে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। এমন পরিস্থিতিতে তুফানগঞ্জ (Tufanganj) ১ এর বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায়...
Read more