আসানসোল: পুলিশের নাকা চেকিংয়ের সময় একটি বিলাসবহুল গাড়ি থেকে ৩ কোটি টাকা উদ্ধার হল। বুধবার রাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ সাহেবগঞ্জ মোড় এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল। সেইসময় বাঁকুড়া থেকে আসা একটি বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার করা হয় এই টাকা। কোনও নথি না থাকায় বাঁকুড়া জেলার তিন ব্যবসায়ী দীপেশ প্যাটেল, ভরত প্যাটেল ও রাজীব দে ও তাদের গাড়ির চালক রঞ্জিত সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ওই টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন ব্যবসায়ী বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে আসানসোলের উদ্দেশে যাচ্ছিলেন। সেইসময় রানিগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ সাহেবগঞ্জ মোড় এলাকায় নাকা চেকিংয়ের সময় ওই ব্যবসায়ীদের গাড়ি আটকে তল্লাশি চালায়। তল্লাশি চালাতেই গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। পুলিশ চালক সহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
ব্যবসায়ীরা পুলিশকে জানায়, তারা মুরগির ব্যবসার সঙ্গে যুক্ত। অনেকের কাছ থেকে তারা এই টাকা কালেকশন করেছিল। গাড়িতে করে পোলট্রি মুরগির খাবার আনার জন্য এই টাকা নিয়ে যাচ্ছিলেন তারা। নগদে এত টাকা নিয়ে যাওয়ায় পুলিশের সন্দেহ হয়। পুলিশের অনুমান, আয়কর ফাঁকি দেওয়ার জন্যই হয়তো এত টাকা নগদে নিয়ে আসা হচ্ছিল। এদিন রানিগঞ্জ থানার পুলিশ চারজনকে আসানসোল জেলা আদালতে পাঠায়। ঘটনার তদন্ত চলছে।