আসানসোল: আসানসোল-দুর্গাপুর পুলিশের সালানপুর থানার সহায়তায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার বেআইনি বিদেশি মদ উদ্ধার করল পশ্চিম বর্ধমান জেলা আবগারি দপ্তর। বুধবার রাতে আসানসোলের বারাবনির সালানপুর থানা এলাকায় ওই অভিযান চালানো হয়। সালানপুরের মাধাইচক ও ধুন্দাবাদ গ্রাম এলাকা থেকে ৩টি গোডাউনের খোঁজ মেলে। গোডাউনে বেআইনি মদ তৈরির কারখানা ছিল। অন্য একটি গোডাউনে মদ তৈরির বিভিন্ন কাঁচামাল মজুত করা ছিল। এছাড়া আরও একটি গোডাউনে বিদেশি মদ রাখা ছিল। পুলিশ ও আবগারি দপ্তর সূত্রের খবর, অভিযানে ১০৮ লিটার নকল মদ আটক করা হয়েছে। তিনটি গোডাউনই ৫ কিলোমিটার এলাকার মধ্যে ছিল।
বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আবগারি দপ্তরের জয়েন্ট কমিশনার (সুপারিন্টেন্ডেন্ট অফ এক্সাইজ) সুরজিৎ সরকার জানিয়েছেন, ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। প্রায় ৩ কোটি টাকার বেআইনি বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। মদের অবৈধ কারবারের সঙ্গে কারা জড়িত, তা জানতে ধৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।