ময়নাগুড়ি, ৩০ অক্টোবরঃ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে ময়নাগুড়ির কদমতলা এলাকায়। মৃতরা হলেন জয়ন্ত সরকার (১৮), মদন সরকার (১৯) এবং রবীন্দ্র সরকার (২০)। তাঁদের বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকায়৷ গতকাল রাতে ধুপগুড়িতে কালীপুজো দেখতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ৷ ঘটনার তদন্ত চলছে।