উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় নিভার আছড়ে পড়ল তামিলনাড়ুতে। সরকারি সূত্র মতে, ঘূর্ণিঝড়ে তিনজনের মৃত্যু হয়েছে। যদিও বেসরকারি হিসেবে, নিভারের তাণ্ডবে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের।ঘূর্ণিঝড়ে প্রচুর গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপরে পড়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৩০ কিমি বা ৮১ মাইল প্রতিঘণ্টা গতিতে পুদুচেরিতে আছড়ে পড়েছে নিভার। ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাইয়ে প্রবল বৃষ্টি হয়েছে। যার জেরে প্লাবিত হয়েছে চেন্নাইয়ের বিভিন্ন রাস্তা।
GCTP is acting upon immediately to facilitate rescue and relief operations across the city. Fallen trees on roads are being cleared immediately with the help of @chennaicorp officials to keep the city roads safe.#NivarCyclone#ChennaiRains#GCTP_Cares #ChennaiTrafficPolice pic.twitter.com/DLkRAARwNF
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) November 26, 2020
বেসরকারি সূত্রের খবর, ঘূর্ণিঝড় নিভারের দাপটে গাছ উপড়ে, জলে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। যদিও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর অফিসের মুখপাত্র ৫ জনের মৃত্যুর খবর অস্বীকার করেছেন। সরকারি সূত্র মোতাবেক, নিভারের তাণ্ডবে তামিলনাড়ুতে তিনজনের মৃত্যু হয়েছে।
তামিলনাড়ু প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, উপড়ে পড়া গাছ সরিয়ে ফেলা, বৈদ্যুতিক খুঁটি ঠিক করার কাজ চলছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় ৩ হাজার ৪২টি ত্রাণ শিবির খুলেছে তামিলনাড়ু সরকার। যেখানে ২ লক্ষ ২৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তারমধ্যে ৩৯ হাজার ৮৮৬ জন শিশু রয়েছে।
বিপর্যয় মোকাবিলায় তামিলনাড়ু ও পুদুচেরির মুখ্যমন্ত্রীকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।