কিশনগঞ্জ: কিশনগঞ্জের (Kishanganj) তিনটি পৃথক জায়গায় জলে ডুবে মৃত্যু হল তিনজনের। মৃতদের মধ্যে দু’জন শিশু ও একজন কিশোর রয়েছে। তিনটি দেহই উদ্ধার করেছে এনডিআরএফ টিম। শুক্রবার সকালে জেলার টেরাগছ ব্লকের ঝালা গ্রামে বাড়ির পাশে রতুয়া নদীর শাখা নদীতে মাছ ধরার সময় একটি শিশুর জলে ডুবে মৃত্যু হয়। দ্বিতীয় ঘটনা ঘটে বাহাদুরগঞ্জ এলাকার সতীঘাটে। সেখানে কনকই নদীতে ডুবে মৃত্যু হয় আলসুফা খাতুন নামে এক শিশু কন্যার। গতকাল বিকেলেই এনডিআরএফ আলসুফার দেহ নদী থেকে উদ্ধার করে। শুক্রবার দুপুরে কিশনগঞ্জ শহরের অদূরে পিছলা গ্রাম পঞ্চায়েতের বরারো গ্রামের মহানন্দা নদীতে মহম্মদ আকরম (১৪) স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। শনিবার সকালে আকরমের দেহ উদ্ধার হয়। তিনটি দেহই ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার জেরে তিনটি গ্রামেই শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: Kishanganj | ব্যাংক ম্যানেজারকে লক্ষ্য করে গুলি, ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিল দুষ্কৃতীরা