চাঁচল: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল তিনটি বাড়ি। ঘটনাটি ঘটেছে চাঁচল-১ ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের কনুয়া গ্রামে। আগুনে ধান, চাল, আসবাবপত্র সহ পুড়ে ছাই হয়ে যায় তিনটি বাড়ির মূল্যবান নথিও। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চাঁচলের দমকল কর্মীরা। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে কেউ বাইরে থেকে আগুন লাগিয়ে থাকতে পারে প্রাথমিকভাবে অনুমান। গত বছর জুতো সেলাই করে উচ্চমাধ্যমিকে ভাল রেজাল্ট করে তাক লাগিয়েছিলেন কনুয়ার সঞ্জয় রবিদাস। তাঁর বাড়ি সহ আরও দুটো বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। চাঁচল-১ ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য জানান, যাঁদের বাড়িঘর পুড়ে গিয়েছে তাঁরা সাহায্যের জন্য আবেদন করলে তা খতিয়ে দেখে ব্লকের ত্রাণ তহবিল থেকে সবরকম সাহায্য করা হবে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial