সামসী: রতুয়া -১ ব্লকের চাঁদমুনি-১ গ্রাম পঞ্চায়েত এলাকার মাটিয়ারি গ্রামে বুধবার আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি বাড়ি। জানা গিয়েছে, গ্রামের আনিকুল হকের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তারপর পাশের সায়েরা বিবি ও মানসুরা খাতুনের বাড়িতে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। দমকলকে খবর দেওয়া হলেও দমকল কর্মীরা সময় মতো এসে না পৌঁছনোয় গ্রামবাসীদের চেষ্টায় আগুন নেভানো হয়। তবে ততক্ষণে তিনটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সর্বস্ব খুইয়ে খোলা আকাশের নীচে ঠাঁই নিয়েছেন অসহায় পরিবারগুলি। ত্রাণের অপেক্ষায় প্রহর গুনছেন। চাঁদমুনি -১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলেখা বিবি বলেন, ‘বিষয়টি বিডিওকে জানানো হয়েছে। পঞ্চায়েত থেকে আপাতত কিছু ত্রাণ সামগ্রী দেওয়া হবে।‘
আরও পড়ুনঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে অবস্থানে কংগ্রেস