মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ(Mekliganj) ব্লকের কুচলিবাড়ি সীমান্তের বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল দিয়ে ভারতে অনুপ্রবেশ করলেও রেহাই পেল না এক বাংলাদেশি। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সেক্টরের ৬ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা কুচলিবাড়ি সীমান্তে ওই বাংলাদেশি সহ তাকে মদতকারী ২ ভারতীয়কে আটক করে। বিএফএস সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশির নাম সঞ্জয় সরকার (২৯)। বাড়ি কেরানিগঞ্জে। এছাড়াও তাকে মদতকারী জলপাইগুড়ির ভক্তিনগরের বাসিন্দা ধৃত ২ ভারতীয়র নাম সম্রাট মণ্ডল ও শিপ্রা মণ্ডল। জিজ্ঞাসাবাদে ধৃত ওই বাংলাদেশি জানিয়েছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের বেড়িবাঁধ এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে ওই দুই ভারতীয়র মদতে শিলিগুড়ি যাচ্ছিল সে। অভিযুক্তদের কুচলিবাড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিএসএফের উত্তরবঙ্গের আইজি অজয় সিং বলেন, ‘সীমান্তে বিএসএফ জওয়ানরা সদা তৎপর রয়েছে। তাই মাঝেমধ্যেই বাংলাদেশি সহ বিভিন্ন পাচার সামগ্রীও উদ্ধার করতে সক্ষম হচ্ছে।’
মিড-ডে মিলের মান যাচাই
তুফানগঞ্জ: মিড-ডে মিলের মান খতিয়ে দেখতে রাজ্যে পরিদর্শনে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। এমন পরিস্থিতিতে তুফানগঞ্জ ১ এর বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার...
Read more