ময়নাগুড়ি: লোকলয়ে বাইসনের হানা। বুধবার ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকার পানবাড়ি এলাকায়। বাইসনের হানায় জখম হন তিনজন।
- Advertisement -
এদিন একটি বাইসন জলঢাকা নদী পার হয়ে পানবাড়ি হাসপাতাল কলোনি পাড়া এলাকায় চলে আসে। এরপর ইছিলামারি নদী পার করে বাশবাড়ি এলাকায় চলে আসে বাইসনটি৷ সেখানে কলোনি পাড়া এলাকায় দুই মহিলা বাইসনের হানায় জখম হন। ঘটনার পর বাইসনটি একটি বাশঝোঁপে আশ্রয় নেয়। এরপর নদীর ধারে কার্ত্তিক দেবনাথ নামে আরও একজন বাইসনের হানায় জখম হন। তাঁদের উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘন কুয়াশার দরুণ বাইসনটি সম্ভবত লোকালয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তর ও ময়নাগুড়ি থানার পুলিশ। এই মুহূর্তে ঘুমপাড়ানি গুলি করে এবং গোরুমারার দুই কুনকি হাতিকে সেখানে নামানো হচ্ছে। বাইসনটিকে উদ্ধারের চেষ্টা চলছে।