বক্সিরহাট: ছোট গাড়ি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ৩ জন। বৃহস্পতিবার বিকেলে রসিকবিল মিনি জু সংলগ্ন গাবুয়ারডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রসিকবিল জু থেকে ফেরার সময় ছোট গাড়ির সঙ্গে একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর রাস্তার ধারে খাদে পড়ে যায় ছোট গাড়িটি। ঘটনায় গুরুতর জখম হন বাইক আরোহী ও ছোট গাড়িতে থাকা ২ জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইক আরোহীর বাড়ি তুফানগঞ্জ থানার কৃষ্ণপুরে। তিনি ভারতীয় সেনায় কর্মরত। এদিন তিনি রসিকবিল মিনি জ-ুতে ঘুরতে এসেছিলেন। অপরদিকে, ছোট গাড়িতে অসমের কোকরাঝাড়ের দুই বাসিন্দা ছিলেন। বাইক ও ছোট গাড়িটি আটক করে পুলিশ থানায় নিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন : জমির মালিকানা নিয়ে বিবাদ দুই পরিবারের, জখম ৭