লখনউ: বহুতল ভেঙে মৃত্যু হল ৩ জনের। মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনউয়ে (Lucknow) ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ওয়াজির হাসানগঞ্জ রোডে একটি চারতলা ভবন ধসে পড়ে। সেটি একটি আবাসিক ভবন। সেটি ধসে পড়ার সময় অন্তত আটটি পরিবার ভেতরে ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এখনও পর্যন্ত ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। ভবন ধসের কারণ নিশ্চিত হওয়া যায়নি। আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। ইউপির ডেপুটি সিএম ব্রজেশ পাঠক বলেছেন, “আচমকাই ভবনটি ধসে পড়েছে। ৩ জনের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এনডিআরএফ, ফায়ার ব্রিগেডের কর্মীরা উদ্ধারকাজ জারি রেখেছেন।” প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত নয়জনকে উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ উদ্ধারকাজ চালাচ্ছে, এছাড়া সেনাবাহিনীকেও ডাকা হয়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : বিধ্বংসী মেজাজে গিল! ভাঙলেন কোহলির রেকর্ড, স্পর্শ করলেন পাকিস্তানের বাবরকে