ইস্তানবুল, ৬ ফেব্রুয়ারি : ইস্তানবুলের সাবিহা গকচিন বিমানবন্দরে অবতরণের সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ৩ যাত্রীর। আহত হয়েছেন ১৭৯ জন। বিমানটিতে শিশুসহ ১৭৭ জন যাত্রী ও ৬ জন ক্রু যাত্রা করছিলেন। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়।
পেগাসা’স এয়ারলাইন্সের এই বিমানটি ছিল বোয়িং ৭৩৭ মডেলের। ঝোড়ো হাওয়া এবং তুমুল বৃষ্টিতে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। হুমড়ি খেয়ে পড়ে বিমানটি তিনটি খণ্ডে ভেঙে যায়। এই বিষয়ে ইস্তানবুলের গভর্নর জানান, খারাপ আবহাওয়ায় অবতরণের সময় বিমানটি হুমড়ি খেয়ে পড়ে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় ৩ যাত্রীর মৃত্যু হয়েছে এবং ১৭৯ জন আহত হয়েছেন। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন তুরস্কের নাগরিক ছিলেন। দুর্ঘটনার পর সাবিহা বিমানবন্দরের সব ফ্লাইটের ওঠানামা স্থগিত রাখা হয়।