শ্রীনগর: জম্মু-কাশ্মীরের শ্রীনগরে জঙ্গি এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষ। খতম তিন লস্কর-ই-তৈবার তিন জঙ্গি। বুধবার শ্রীনগরের নওগাম এলাকায় অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। সেই অভিযান চলাকালীন এনকাউন্টারে তিন জঙ্গি খতম হয়েছে বলে জানিয়েছে ন কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার। সেখান থেকে রাইফেল, ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এখনও এলাকায় অভিযান জারি রয়েছে বলে জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ।
প্রসঙ্গত, মঙ্গলবারই জম্মু-কাশ্মীরের অবন্তিপুরা জেলায় নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে এক জঙ্গি।