ডিজিটাল ডেস্ক : কাশ্মীরে জঙ্গিদের হাতে কাশ্মীরি পন্ডিত রাহুল ভাটের হত্যার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। দফায় দফায় বিক্ষোভ দেখানো হচ্ছে উপত্যকায়। তার মধ্যেই সেনা সূত্রে খবর পাওয়া গেল, কাশ্মীরি পন্ডিত খুনে জড়িত তিন জঙ্গীকেই নিকেশ করা হয়েছে। এবং আরও ২ জঙ্গির খোঁজে তল্লাশি জারি রয়েছে। অন্যদিকে এই হত্যার তদন্ত করতে ইতিমধ্যে সিট তৈরি করা হয়েছে। একই সাথে মৃত কাশ্মীরি পণ্ডিতের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাঁর মেয়ের পড়াশোনার দায়িত্বও সরকার নেবে বলে খবর। তবে কাশ্মীরি পন্ডিত হত্যার ঘটনায় যেভাবে সরকারের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, তা যথেষ্ট অস্বস্তিজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : দিল্লিতে মেট্রো স্টেশনের কাছে তিনতলা বাড়িতে আগুন, মৃত অন্তত ২০