শ্রীনগর, ১৬ অক্টোবরঃ জম্মু-কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টারে খতম ৩ জঙ্গি। বুধবার সকাল থেকেই জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামে নিরাপত্তারক্ষীরা। সেই সময় নিরাপত্তারক্ষী এবং জঙ্গিদের গুলি বিনিময় চলে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে খতম হয় তিন জঙ্গি। লুকিয়ে থাকা জঙ্গিরা হিজবুল জঙ্গি সংগঠনের সদস্য বলে মনে করা হচ্ছে। গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই অশান্ত হয়ে রয়েছে উপত্যকা। জম্মু-কাশ্মীরে বিক্ষিপ্তভাবে হিংসার ঘটনা ঘটে চলেছে।
ছবিঃ প্রতীকী
- Advertisement -