বালুরঘাট: পুরোনো একটি ডাকাতির চেষ্টা মামলায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজেশ দাস (২৭) বাড়ি হিলির বক্সীগঞ্জ এলাকায়। শিবা গুপ্তা (২৬), বাড়ি হিলির বাসুদেবপুর এলাকায়। প্রতিম কর (২৬), বাড়ি বালুরঘাট শহরের সাহেব কাছারী এলাকায়। ধৃতদের বিরুদ্ধে পুরোনো বেশ কয়েকটি মামলা রয়েছে। বুধবার ধৃতদের বালুরঘাট আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর পুলিশি নজরদারিতে বড়সড় ডাকাতির ছক বানচাল হয় বালুরঘাটে। গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট শহরে প্রবেশের মুখে বিএম হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই মামলাতেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই নতুন তিনজনকে গ্রেপ্তার করা হল বলে জানিয়েছেন আইসি অসীম গোপ।