হানথিয়াল (মিজোরাম): মিজোরামের (Mizoram) হানথিয়াল জেলার মৌদারহ গ্রামে পাথরের খনিতে ধস নেমে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। খনির ধ্বংসাবশেষ থেকে মঙ্গলবার আরও তিনটি দেহ উদ্ধার করা হয়েছে বলে অতিরিক্ত ডেপুটি কমিশনার সাইজিকপুই জানিয়েছেন। তিনি জানান, এ পর্যন্ত ১১টি দেহ উদ্ধার হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। অতিরিক্ত ডেপুটি কমিশনার বলেছেন, বিএসএফ, আসাম রাইফেলস, এনডিআরএফ, রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনের টিম ওই ব্যক্তির দেহ উদ্ধারের জন্য তল্লাশি জারি রেখেছে। মঙ্গলবার সকালে খনি থেকে আট শ্রমিকের দেহ উদ্ধার হয়েছিল। পরে আরও তিনটি দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন : ভূগোলে ‘গোল’ মোদি, তীব্র কটাক্ষ ডেরেক ও’ব্রায়েনের