নাগরাকাটা: মৌমাছির হামলায় প্রাণ রক্ষার্থে পিএইচই’র জলাধারে আত্মগোপন করে থাকা ৫ জনকে উদ্ধার করে মঙ্গলবার অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন নাগরাকাটার (Nagrakata) খাসবস্তীর ৩ প্রবীণ। বুধবার তাঁদের আমন্ত্রণ করে ডেকে এনে নাগরাকাটা বিডিও অফিসে সংবর্ধনা দেওয়া হল। ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি যৌথভাবে ভীম বাহাদুর ছেত্রী, নীর বাহাদুর ছেত্রী ও দুর্গা ছেত্রী নামে ওই ৩ জন উদ্ধারকারীকে সংবর্ধনা দেন। প্রত্যেকের হাতে ফুলের তোড়া, মানপত্র, কম্বল ও কিছু আর্থিক সাহায্য তুলে দেন বিডিও বিপুল কুমার মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি ফিরোজ নুর পাটোয়ারি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অসিতাভ বসু। বিডিও বলেন, ‘বিপদের বন্ধুই সবচেয়ে বড় বন্ধু। কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল জেনেও তাঁরা যেভাবে জলাধারে আটকে থাকা ৫ জনকে নিরাপদে নামিয়ে আনেন এর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
এদিন প্রশাসনের কাছ থেকে সম্মানিত হয়ে দারুন খুশি ৩ জনই। তাঁরা জানিয়েছেন, যে যাতে দক্ষ উপযুক্ত সময়ে তার প্রয়োগের মধ্যেই আসল সাফল্য লুকিয়ে থাকে। প্রশাসনের এই সম্মান আমাদের দ্বায়িত্ব আরও বাড়িয়ে দিল।
আরও পড়ুন : সন্ন্যাসীকাটায় মেডিকেল বর্জ্যের শিল্প ইউনিট করার বিরোধিতায় বাসিন্দাদের বিক্ষোভ